ইসলামে সাজসজ্জা গ্রহণ করা জায়েয। তবে নেইলপলিশ ব্যবহার করার ফলে নখের ওপর এক ধরনের আবরণ সৃষ্টি হয়, যা পানি পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে থাকে। আর অজু শুদ্ধ হওয়ার জন্য অজুর অঙ্গসমূহের প্রতিটি অংশে পানি পৌঁছানো জরুরি। অজুর মধ্যে ধোয়া আবশ্যক— এমন অঙ্গসমূহের চুল পরিমাণ শুষ্ক থাকলেও অজু শুদ্ধ হয় না।